নাটোরে এসএমএসের মাধ্যমে প্রতারণা করে বিকাশের টাকা হাতিয়ে নেয়ার সময় পারভেজ মিয়া নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ মিয়া ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন গ্রামের হায়দার আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, দীর্ঘ দিন ধরেই নাটোরসহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে বিকাশের এসএমএসের মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি চক্র। এ বিষয়ে বেশ কয়েকজন ভুক্তোভোগী থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ফোন র্ট্যাকিংয়ের মাধ্যমে শহরের মাদরাসা মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় পারভেজ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির বেশ কয়েকটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে পারভেজ মিয়া প্রতারণার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান