মাদারীপুরের কালকিনিতে বোমার আঘাতে শফিকুল শিকদার (২০) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার খুনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনের গ্রামের ইউনুস শিকদারে ছেলে।
স্থানীয় মেম্বর আতাউর রহমান আক্তার অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় বোমা তৈরি করার সময় বিস্ফোরণে শফিকুল আহত হয়। আহত শফিকুল স্থানীয় হাসান আকনের হাটে গ্রাম্য চিকিৎসক অজিত সেনের কাছে চিকিৎসা নিয়েছে। তবে স্থানীয়দের দাবি, পুলিশের ভয়ের কারণে প্রতিষ্ঠিত হাসপাতালে চিকিৎসা নেয়নি শফিকুল।
কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ জানান, ওই এলাকায় একটা ঘটনা ঘটেছে এবং যুবক আহতও হয়েছে। তবে বোমা বানাতে গিয়ে হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব