ঢাকা-জয়দেবপুর রেলসড়কের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. আরব আলী জানান, ধীরাশ্রম এলাকার রেলব্রীজের উত্তর পাশে অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের পড়নে নীল রঙের জিন্সের প্যান্ট ও হলকা কফি কালারের জ্যাকেট রয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/হিমেল