কক্সবাজারের চকরিয়া হারাবাং এলাকায় সোমবার সকালে বিয়ের বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ও শীলব্রত বড়ুয়া জানান, হারবাং দরগা গেট এলাকায় বিয়ের বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মো. জুয়েল (৪০)। আহত হন শওকত আকবর (৪০), শাহজাহান (৪৫) ও মেহেদি ৪০)।
সকাল সোয়া ১০টায় তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ