রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে পাঁচ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ গরু চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-বিষ্ণুপুর ইউপির ওসমানপুরের মতিয়ার রহমানের ছেলে তছলিম উদ্দিন (৪০), ওসমানপুর মুন্সিপাড়ার আব্দুল হামিদের ছেলে শাহআলম (৩৮), খাগড়াবন্দ শাহপাড়ার ময়েজউদ্দিনের ছেলে মমতাজ আলী (২৬), মধুপুর ইউপির সন্তোষপুর চ্যাংমারী আব্দুল হালিমের ছেলে তারাজুল ইসলাম (৩৫) ও কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়ার বয়েজউদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪২)।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ