মাদারীপুরের শিবচরে শাহাদাত হোসেন (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পাঁচ্চর-কাওড়াকান্দি সড়কের ভিআইপি মোড়ের এক মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল শাহাদাত হোসেন। খেলা শেষে ক্রিকেট খেলার কিছু সামগ্রী কিনতে পাশের এক দোকানে গেলে স্থানীয় ফয়সাল চৌধুরী (৩০) নামের এক যুবক পেছন থেকে এসে লোহার পাইপ দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে জ্ঞান হারায় শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় সে মারা যায়।
নিহত শাহাদাত বাখরেরকান্দি পূনর্বাসন এলাকার শাজাহান শেখের ছেলে এবং সে পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় অভিযুক্তকে রাতেই আটক করেছে শিবচর থানা পুলিশ।
শিবচর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, ‘মানসিক প্রতিবন্ধী ফয়সাল নামের যুবকটি লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে শাহাদাত নামের স্কুল ছাত্রের মৃত্যু ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্তকে আটক করেছি।’
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান