দিনব্যাপী প্রার্থনা, কেক কাটাসহ নানা আয়োজেন নারায়ণগঞ্জে সোমবার উদযাপন হয়েছে। খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড় দিন। কর্মসূচির মধ্যে ছিল প্রার্থনা সভা, কেক কাটা, কীর্তন, বড়দিনের তাৎপর্য ও বাইবেলভিত্তিক ব্যাখ্যা, ক্রিসমাস কেক পরিবেশন, প্রীতিভোজ, উপহার সামগ্রী বিনিময় ও পুরস্কার বিতরণ।
এ উৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের দুটি ঐতিহ্যবাহি গীর্জা সাধু পৌলের গীর্জা ও ব্যাপ্টিস্ট চার্চকে ঘিরেই ছিল বড় দিনের যত উৎসব আয়োজন। গির্জাগুলো সাজানো হয়েছিল বর্ণিল সাজে। তোরণ নির্মাণের পাশাপাশি রং বেরংয়ের আলোকসজ্জা করা হয়। শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জায় সকালে কেক কেটে বড়দিন উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, ফাদার অগাষ্টিন অমল রোজারিও (সিএসসি), নারায়ণগঞ্জ সাধু পৌলের গীর্জার সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরীফিকেশন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার