সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আজ সোমবার সকাল ১০টায় নগরীর নয়াসড়কে শতবর্ষের ঐতিহ্যবাহী প্রেসবিটারিয়ান চার্চে সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। প্রার্থনায় ছিল বিশ্ব শান্তি ও দেশের মঙ্গল কামনা। এরপর বড়দিনের কেক কাটার পাশাপাশি অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।
কেক কাটায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আবদুল মুহিত জাবেদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা জানান, সব ধর্মের, সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বড়দিনের উৎসব হয়ে ওঠেছিল সার্বজনীন, সম্প্রীতির মেলবন্ধন।
বিডি প্রতিদিন/এ মজুমদার