সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক যুবক খুন হয়েছেন। তোফায়েল আহমদ দীপু (১৮) নামের ওই যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি আরব প্রবাসী আলমাছ উদ্দিনের ছেলে। গত রবিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গ্রামের লায়েক আহমদ ও শিপন আহমদ নামের দুই যুবককে আটক করেছে।
তোফায়েল আহমদ দীপুর চাচা আজমল হোসেন জানান, রবিবার ঢাকাদক্ষিণ বাজারে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যায় তোফায়েল। কিন্তু রাতে সে বাড়ি না ফেরায় তার মোবাইল নম্বরে ফোন দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান মিলেনি। সোমবার সকালে বাড়ির পাশে তোফায়েলের ব্যবহৃত ব্যাগ রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণ পর গ্রামের এক ব্যক্তি মাঠে গরু চরাতে গিয়ে তোফায়েলের রক্তাক্ত লাশ দেখতে পান।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, তোফায়েলের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশের পাশ থেকে একটি রড উদ্ধার করা হয়েছে। এ হত্যার ঘটনায় পুলিশ দু’জনককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার