শালিসের নামে টাকা নিয়ে দিনমজুর আব্দুল হামিদ(৬০) কে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শাহজাহান নামের এক প্রধানের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে বড়াইগ্রামের মৌখাড়া বিলপাড়া গ্রামের ছইমুদ্দিন মোল্লার ছেলে আব্দুল হামিদকে পিটিয়ে জখম করেছে প্রতিবেশী মোঃ শাহজাহান নামের এক প্রধান ও তার ছেলে শামীম। ওই সময় তার কাছ থেকে তিনশ’ টাকার মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা।
আব্দুল হামিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি ওই হাসপাতালের বিছানায় কাতড়াচ্ছেন।
সরেজমিনে গিয়ে একাধিক সূত্রে জানা যায়, রবিবার আব্দুল হামিদের মা হালিমা বেগমের সাথে তার মেয়ে হাফসার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হাফসা তার দাদীকে শারিরীকভাবে আঘাত করে। ওই ঘটনা নিয়ে মেয়র আব্দুল বারেক সরকারকে অবগত করে বাড়ী ফেরার পথে আব্দুল হামিদকে প্রধান শাহজাহান বাড়ীতে ধরে নিয়ে মারপিট করে।
মেয়র আব্দুল বারেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকেই স্থানীয় ভাবে ঘটনার সমাধান করা হবে।
থানার অফিসার ইনচার্জ মোঃ শাহরিয়া খান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান