পার্বত্য খাগড়াছড়ি জেলায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে খ্রীষ্টান ধর্মাবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে রাত মধ্যরাত থেকে জেলা শহরের বিভিন্ন চার্চে চলছে সমবেত প্রার্থনা ও কুশল বিনিময়। আলোক সজ্জায় সাজানো হয়েছে ধর্মীয় উপাসনালয়। তোলা হয়েছে রেড স্টার।
ভিও- খাগড়াছড়ি জেলা শহর ও ৮টি উপজেলায় ব্যাপটিষ্ট, ক্যাথলিক, সেভেন ডে এ্যাডভেন্টিষ্ট, প্রেসবেটেরিয়ান এবং গসফেল ফর এশিয়াসহ বিভিন্ন খ্রীষ্টধর্মীয় প্রতিষ্ঠান বড়দিন উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিসমূহের মধ্যে ছিল সকাল-সন্ধ্যা সমবেত ধর্মীয় উপাসনা, আলোকসজ্জা, ক্যাম্প ফায়ার (প্রজ্জলিত প্রদীপকে ঘিরে দলীয় নৃত্য ও গান পরিবেশন), একে অপরের বাসায় আপ্যায়িত হওয়া, গীর্জায় গীর্জায় মহান যীশু’র জীবনভিত্তিক আলোচনা অন্যতম।
খাগড়াছড়িতে বড়দিন উৎসবটি নিরাপদে ও সুষ্ঠুভাবে পালনে গীর্জা ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
বিডিপ্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান