নোয়াখালীর হাতিয়ায় খুন-ডাকাতি, অস্ত্র মামলাসহ ১৫ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রবীন্দ্র বাহিনী প্রধান রবীন্দ্র চন্দ্র দাস ও ছানাউল্লাহ ওরফে ছানু ডাকাতসহ ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার চর কৈলাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দীন চেয়ারম্যানের ছোট ভাই, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফ উদ্দীন হত্যা মামলাসহ খুন-ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজী মামলাসহ ১৫ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী রবীন্দ্র বাহিনী প্রধান রবীন্দ্র চন্দ্র দাস। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা আশরাফ হত্যা মামলা সহ তার বিরুদ্ধে ১৫ টি মামলা এবং ছানু ডাকাতের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার