কথায় বলে দশ দিন চোরের একদিন গৃহস্থের। এমনই ঘটনা ঘটেছে, নাটোরের বাগাতীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াবাসেবী আলিফ মাহমুদের বেলায়।
ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রতারণাসহ সাধারণ মানুষকে জিম্মি করে অত্যাচার নির্যাতনের অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে থানায় বা আওয়ামী লীগ নেতাদের কাছে রয়েছে অভিযোগের পাহাড়।
আজ সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার চকশোভ গ্রামের কামরুল ইসলাম নামে এক নিরীহ যুবককে তুলে নিয়ে এসে মারপিট করে টাকা পয়সা, মোবাইল এবং কাপড় খুলে নিয়ে দিগম্বর করে পানিতে নামানোর ঘটনাকে কেন্দ্র করে ক্ষীপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপস্থিত নেতাকর্মীকে গণধোলাই দেয়। এ সময় জনগণের দাবির মুখে মাদকাসক্ত বাগাতিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক অলিফ মাহমুদ স্বেচ্ছায় পদত্যাগ পত্র প্রদান করে।
আলিফ মাহমুদ বাবা বাগাতিপাড়া মহিলা কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক ইউনুছ আলী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন