ক্ষেত থেকে মুলা তোলার অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দে ৫ বছরের শিশু রিফাতকে (৫) হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার রাতে শিশুটির বাবা মুকুল প্রামাণিক বাদী হয়ে ক্ষেত মালিক খোকন সরকারকে একমাত্র আসামি করে মামলাটি করেন।
আর মামলার পরপরই নির্যাতনকারী খোকন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার খোকন উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের আজিজল হকের সরকারের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্যাতনের শিকার শিশুটির মা বুলবুলী বেগম সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে খোকন সরকারের ক্ষেতে একটি মুলা তুলে ফেলে তার ছেলে। এ সময় খোকন শিশুটিকে হাত-পা বেঁধে মারপিট করেন।
এক পর্যায়ে জোরপূর্বক শিশু রিফাতের মুখে মুলা ঢুকিয়ে দেন তিনি। এতে রিফাত জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ভুক্তোভোগী শিশু রিফাতের মা।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম