বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সোহেল চৌধুরীকে (২০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর চৌমাথা লেকের পশ্চিম পাড় এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
সোহেলের ওপর হামলার প্রতিবাদে রাত ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।
আহত সোহেল চৌধুরী কলেজের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ৭ম পর্বের ছাত্র। নগরীর টিটিসি এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনার পাশাপাশি স্থানীয় খাবারের দোকানে খণ্ডকালীন চাকরিও করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহাননগর পুলিশের (বিএমপি) কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, হামলায় কারা জড়িত জানা যায়নি। তবে জড়িতদের শাস্তির আশ্বাসে আহতের সহপাঠীরা অবরোধ তুলে নিয়েছে।
লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই মহিউদ্দিন।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম