বরিশালে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে সহপাঠীর ব্যাটের আঘাতে আবির রবি দাস নামে এক স্কুল ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ আবিরের সহপাঠী ও এলাকাবাসী অংশগ্রহন করেন।
বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় শাখার সভাপতি জীবন রবি দাসের সভাপতিত্বে মানববন্ধন চলকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যডভোকেট হিরন কুমার দাস মিঠু, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বয়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, কিশোর কুমার দে, বিপুল বিহারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে আবির রবি দাসের হত্যাকারী মিরাজ সহ অন্যান্যদের গ্রেফতার করে কঠোর বিচার এবং তার পরিবারের যথাযথ ক্ষতিপূরনের দাবি জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারসহ বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নগরীর এ.কে. স্কুল মাঠে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে ওই স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে সহপাঠী মিরাজ। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। গুরুতর আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মারা যায় আবির। এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজ সহ ৪জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ