পাবনার বেড়ায় সকালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন মন্দিরা সিনেমা হলের সামনে হাইওয়ে থেকে ৫২ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়ার ফুলমতি গ্রামের নুর হোসেন ওরফে কাটা নুরু (৪৬), পাবনার কফিল উদ্দিন পাড়ার আকরাম (৩৫), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের শিপলু (২৭) এবং পাবনার দক্ষিণ রাঘবপুর গ্রামের সেলিম (৩৮) কে হাতেনাতে আটক করে। একটি চটের বস্তায় চারটি প্যাকেটে এই বিপুল পরিমাণ মাদক বহন করছিল তারা।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ