২৮ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুর্ণিমাগাঁতী ও তাড়াশের নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। শেষ মুহুর্তে প্রচারনা জমে উঠেছে। তবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, সরকার দলীয় প্রার্থী ও সমর্থকরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এ অবস্থায় সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ ভোটার ও প্রার্থীরা। তবে নির্বাচন অফিস বলছেন, ভোট গ্রহণ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জানা যায়, চেয়ারম্যানদের মৃত্যুজনিত কারণে উল্লাপাড়ার পুর্ণিমাগাতী ও তাড়াশের নওগাঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ২৮ডিসেম্বর নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসব আমেজের পাশাপাশি ভোটারদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠভাবে ভোট দিতে পারবে কিনা এ নিয়ে সাধারণ ভোটার ও বিএনপি সমর্থিত ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
নওগাঁ ইউনিয়নের বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন সরকার ও পুর্ণিমাগাঁতী ইউপির স্বতন্ত্র আল-আমিন সরকার জানান, সরকার দলীয় প্রার্থী সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি ও কর্মীদের মারপিট করছে। ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে। এ অবস্থায় সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা রয়েছে। সুষ্ঠ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান মজনু অভিযোগ অস্বীকার করে জানান, নৌকার বিজয় শত ভাগ নিশ্চিত। এ জন্য বিএনপি অন্যান্য প্রার্থীরা নানা অভিযোগ করছে। এ সমস্ত অভিযোগের কোন ভিত্তি নেই।
জেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এ কারণে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীসহ সকলকে বিশেষ ট্রেনিং দেয়া হয়েছে। সর্বোপরি ভোট অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন