দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর (নৌকা প্রতীক) ও বিদ্রোহী মেয়র পদপ্রার্থী শফিকুল আজাদ মনির (বরশি প্রতীক) সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে বিরলের ব্রম্মপুর এলাকায় দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায় এ সংঘর্ষ বাধে।
পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আছে দাবি করলেও অনেকে মনে করছেন, ঘটনার পর থেকে উভয় গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে বিরলের ব্রম্মপুর এলাকায় দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায় এ সংঘর্ষ বাধে। এঘটনায় দুই গ্রুপের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
বিরল থানার অফিসার ওসি আব্দুল মজিদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, উভয় পক্ষের কেউ থানায় অভিযোগ দাখিল করেন নাই। পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার