বাংলাদেশ ব্যাংকসহ অর্থ কেলেংকারির সাথে যুক্ত সকল ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানসমূহে লুটপাটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সামনে অবস্থান নিয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সামছুল আলম দুলু।
সভায় বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য আব্দুল হাই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা নেতা শাহাদত হোসেন শান্ত, বাসদ (মার্ক্সবাদী) নেতা শীতল সাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার