খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত স্কুল ছাত্র খলিলুর রহমান সিয়াম (১৬) হত্যা মামলার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আজ বিকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রায়হান ও মো. আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত জানিয়ে জবানবন্দি প্রদান করে। খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সিয়াম মহানগরীর চাঁনমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, ক্রিকেট খেলায় বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এসএসসি পরীক্ষার্থী সিয়ামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সিয়ামের বাবা আয়নাল হক ১০ জনকে অভিযুক্ত করে খুলনা থানায় হত্যা মামলা করেন। বুধবার ভোররাতে নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা এলাকা থেকে হত্যা মামলার আসামি রায়হান (১৮), রাব্বি (১৮), মো. আবু সাঈদ (১৬) ও আলামিন হোসেন রনিকে (১৭) হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরিসহ গ্রেফতার করে পুলিশ। পরে এদের মধ্যে রায়হান ও আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে। বাকি দু’জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার