চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকা থেকে মমিন গাজী (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মমিন জেলার হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মতিন গাজীর ছেলে। তিনি কচুয়া উপজেলার বাইচারা দারুস সালাম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম