নবগঠিত দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। সকাল ৯টার সময় শংকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরল পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার ৮ হাজার ৯৯৮ জন ভোটার। মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিরল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীনিত প্রার্থী পৌর বিএনপি’র আহবায়ক লিয়াকত আলী (ধানের শীষ), আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শফিকুল আজাদ মনি (বরশি), ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান সেলিম (নারিকেল গাছ), আওয়ামী মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর (নৌকা)। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল (লাঙ্গল) ছাড়াও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রমিক নেতা তানজিউল ইসলাম লাবু (হেলমেট), হোমিও ডা: আলহাজ্ব আইয়ুব আলী (কম্পিউটার) ও ব্যবসায়ী মোকলেছুর রহমান (জগ)।
এদিকে বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদেরও আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ভোটগ্রহণ চলছে। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ হাজার ৯৩৫ জন ভোটার। চেয়ারম্যান পদে চার জন, মেম্বার পদে ৩৫ জন ও নারী মেম্বার পদে আট প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারীসহ মোট ২০জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনটি কেন্দ্রের সমন্বয়ে বিজিবি ও র্যাবের একটি করে দল টহল দিচ্ছে। ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে বিরল পৌরসভা গঠিত হলেও সীমানা জটিলতার কারণে এতো দিন নির্বাচন হয়নি।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা