দিনাজপুরের বোচাগঞ্জে ১১ বেংগলের সার্বিক ব্যবস্থাপনায় ও ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউপির বকুলতলা বাজার সংলগ্ন বাতাসন দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি প্রদান করা হয়।
চিকিৎসা কর্মসূচিতে মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল হেলাল, নাক, কান, গলা লে. কর্নেল সালেহ উদ্দিন, সার্জিক্যাল মেজন আরেফিন, মেজর নাছিমা, চর্ম মেজর জুইয়েনা, গাইনী মেজর হাফসা, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন তাহসিন, ক্যাপ্টেন মনতেসা, ডেন্টাল কর্নেল নাছির লেঃ কর্নেল মান্নান, চোখ- মেজর মোর্শেদ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রত্যোক রোগীদের বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে এলাকার কয়েক হাজার দারিদ্র, শিশু, পুরুষ-মহিলা ও বৃদ্ধরাও চিকিৎসা সেবা নেন।
চিকিৎসা সেবা চলাকালীন এ কর্মসূচি পরিদর্শন করেন ১৬ বিগ্রেড কমান্ডার বীল উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, খোলাহাটি এর ষ্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আমিন আকবর এসপিপি, এডব্লিউসি, পিএসসি, এছাড়াও এসিট্যান্ট ডিরেক্টর অফ মেডিক্যাল সার্ভিস, ৬৬ পদাদিত ডিভিশন রংপুর কর্নেল জিএম মনিরুল ইসলাম, এসপিএস, ৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্নেল মুনিরা, এমপিএইচ, ১১ বেংগলের অধিনায়ক লে. কর্নেল মেজবা, পিএসসি ও নিরাপত্তা অফিসার লে. সজীব প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার