বরিশালের গৌরনদীতে ৭৮৩ পিস ইয়াবাসহ সুমন খান (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বরিশাল র্যাব।
গত বুধবার রাতে আটক সুমন একই উপজেলার বাঙ্গিলা গ্রামের মৃত ইউনুস খানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টায় র্যাবের একটি বিশেষ দল গৌরনদী হাইওয়ে থানা গেটের সামনের সড়কে অভিযান চালিয়ে সুমনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৭৮৩ পিস ইয়াবা উদ্ধার করে তারা। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা চালান সংগ্রহ করে গৌরনদী সহ আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় র্যাব-৮’র ডিএডি মুহাম্মদ নাজিম উদ্দিন খান বাদী হয়ে গৌরনদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন