হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুদ্দীনের পাজেরো গাড়িতে গুলি, অগ্নিসংযোগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে আজ হাতিয়া ওচখালী সড়ক অবরোধ করেছে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংঘঠনের নেতা-কর্মীরা। এদিকে, আজ বিকালে ৪শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আওয়ামী লীগ কর্মীদের অবরোধ চলাকালে বিভিন্ন এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে নেতা-কর্মীরা।
জানা যায়, বুধবার সন্ধ্যায় হাতিয়া আফাজিয়া বাজারে কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দীন হত্যার প্রতিবাদ সমাবেশ শেষে নিজ বাসায় আসার পথে স্থানীয় সাংসদের বাসার সামনে সড়ক থেকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুদ্দীনের পাজেরো গাড়িতে গুলি, অগ্নি সংযোগ করে। এসময় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ও দুই ছাত্রলীগ নেতাসহ অন্তত ১০ জন আহত হয়। এঘটনার প্রতিবাদে আজ সড়ক অবরোধ করে উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা। জানা যায়, দীর্ঘদিন থেকে হাতিয়া আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল রয়েছে।
হাতিয়াা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার পিপিএম সেবা জানান, এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ ৪শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসআই শফিক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার