নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেলীব্রিজ নামক স্থানে।
নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) মালেক জানান, রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা গেটলক মেইল সার্ভিসের ঢাকা মেট্রো (ব) ০২-০০২৮ নাম্বারের যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন ও মোটর সাইকেলের অপর আরোহী মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত মোটরসাইকেল চালক নওহাটা মোড় (চৌমাশিয়া) তরঙ্গ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট সেন্টার শাখার ম্যানেজার রুহুল আমিন (৩৮) এবং আহত ব্যক্তি একই প্রতিষ্ঠানের মাঠকর্মী আলমগীর হোসেন (২৮)। নিহত রুহুলের বাসা নওগাঁ শহরের দয়ালের মোড় ও আহত আলমগীরের বাসা মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায়। ঘাতক বাসের চালক ঘটনাস্থলেই বাস রেখে পালিয়ে গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার