ঝিনাইদহের কোটচাঁদপুরের কাশিপুর এলাকায় রবিউল ইসলাম (৪৫) নামের মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। আজ সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নিজ গ্রামের মসজিদের ইমাম ও কোটচাঁদপুর শহরের ভুষিমালের ব্যবসায়ী ছিলেন।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রবিউল ইসলাম কাশিপুর মসজিদে ফজরের নামায আদায় করেন। এরপর কোটচাঁদপুর শহরে নিজের আড়ত থেকে (ধান-মশুর) নিয়ে আলমসাধুযোগে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
তবে ঘটনাস্থলে সড়কের ওপর গাছ ফেলা আছে বলে স্বীকার করলেও ডাকাতির খবর অস্বীকার করেছেন ওসি।
রবিউল ইসলাম পাশ্ববর্তি রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত এরশাদ আলী মন্ডলের ছেলে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ