কুষ্টিয়ার দৌলতপুরে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক রানা মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের হায়দার আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার তালবাড়িয়া এলাকার কাজী আরেফ সড়কের পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম