কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন নামে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ সার্জেন্ট আশিকুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী সবজিবাহী পিকআপ ভ্যান মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক বিল্লাল হোসেন (২৪) নিহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসে।
নিহত বিল্লাল হোসেন জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ হামলাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ