বগুড়া শহর যুবদল নেতা আদিল শাহরিয়ার গোর্কিকে পিটিয়ে আহত করল নিজ দলের কর্মীরা।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির কর্মী সভা শুরু হওয়ার আগে গোর্কির উপর হামলা করা হয়। নিজ দলের কর্মীদের হাতে লাঞ্চিত এবং হামলার শিকার হয়ে আহত হয় গোর্কি।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
বগুড়া জেলা বিএনরি সিনিয়র নেতৃবৃন্দ জানায়, জেলা বিএনপির আয়োজনে কর্মী সভার আয়োজন করা হয়। সে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু আসার আগেই ব্যানারের নিচে দাঁড়ানো নিয়ে ধাক্কা ধাক্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বগুড়া শহর যুবদলের সিনিয় যুগ্ম সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কিকে জেলা যুবদলের কর্মীরা পিটিয়ে আহত করে।
বগুড়া শহর যুবদলের সভাপতি মাসুদ রানা জানান, গোর্কি সুস্থ আছে। সে শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মাত্র।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন