কুমিল্লায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে পুলিশ সাইফুল ইসলামকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, শুক্রবার উপজেলা সদরের আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। জামায়াত ইসলামীর বুড়িচং ও কুমিল্লা মহানগরীর নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভাঙচুরসহ দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে এবং বুড়িচং থানার একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/হিমেল