টাকা চুরির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে শাহাবুদ্দিন বুদ্ধি নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোঃ শাহাবুদ্দিন বুদ্ধি (৩৮) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডমা গুচ্ছ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার মোঃ রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার আগে পুলিশ তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশী আলীম উদ্দীনের বাড়ি থেকে ২ লাখ ১৯ হ্জার টাকা চুরি হয়ে যায়। এই ঘটনায় পেশাদার চোর মোঃ শাহাবুদ্দিন বুদ্ধিকে শুক্রবার ভোর বেলা আটক করা হয়। এরপর তাকে মারধর করে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে এবং টাকা শাহাবুদ্দিন বুদ্ধির শ্বশুড় বাড়ি এলাকার জৈনক চোরের কাছে আছে বলে জানায়। এসময় তার স্ত্রী মোছাঃ রোজিনা (৩০) কে নিয়ে এসে মারধরে করে তাৎক্ষণিক টাকা ফেরত চায়। বিষয়টি জানতে পেরে পাল্টাপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মোঃ শাহাবুদ্দিন বুদ্ধি ও স্ত্রী মোছাঃ রোজিনাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহাবুদ্দিন বুদ্ধিকে মৃত ঘোষণা করে।
এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুল হাসান পলাশ জানান, মোঃ শাহাবুদ্দিন বুদ্ধিকে হাসাপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত তিনি আশংকামুক্ত।
এ চুরির বিষয়ে জানতে চাইলে টাকার মালিক আলীমুদ্দীন জানায়, বাড়ির জানালা ভেঙ্গে টিনের ট্রাংকে রক্ষিত জমি বিক্রর ২ লাখ ১৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় কয়েকজন চোর। পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া দিলে হাতে নাতে ধরা পড়ে চোর মোঃ শাহাবুদ্দিন বুদ্ধি। তাকে উত্তেজিত জনতা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাছ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা উচিত ছিল। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন