দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ মো. সোহাগ (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। শনিবার দিবাগত রাত ৪টার দিকে খানপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সোহাগ সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর জায়গীরপাড়া গ্রামের নোবানু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/হিমেল