বাগেরহাটের মোরেলগঞ্জে সোনিয়া আক্তার (২৬) নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় তার ভাড়াটে বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
সনিয়া তার ৭/৮ জন সহকর্মীর সাথে দীর্ঘ ৭ বছর ধরে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া গ্রামে অবস্থান করছিলেন। তিনি বাগেরহাট সদরের কাশিমপুর কালিয়ার পাড় গ্রামের মৃত ফজলু শেখের সন্তান।
মোরেলগঞ্জে থাকা এই তৃতীয় লিঙ্গের দলনেত্রী রুমা আক্তার দেবী বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে আমরা একই ঘরে শুয়ে পড়ি। রাত ৩টার দিকে জেগে দেখি সনিয়া আড়ার সথে ঝুলে আছে।
দলনেত্রী দেবী আরো বলেন, সোনিয়া খুব জনপ্রিয় ছিলো। তার আয় থেকেই জীবিকা নির্বাহ করতো তার মা ও ছোট ভাই সাব্বির (১৫)। সোনিয়ার আয় না হলে অনাহারে দিন কাটতো তাদের।
থানার এসআই একরামুল হক বলেন, সনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে পোষ্টমর্টেম করাতে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/হিমেল