চারদিন ধরে 'নিখোঁজ' থাকার পর মকবুল হোসেন হাজরা (৩৭) নামে এক পরিবহন সুপারভাইজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাটুরিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে আজ সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৪ নং ঘাট পন্টুন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সোহাগ পরিবহন থেকে পদ্মানদীতে পড়ে যান মকবুল।
মকবুল হোসেন হাজরা চাঁদপুর জেলা সদর এলাকার লালপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের হাজরার ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/হিমেল