সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশা চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। রবিবার দুপুরের দিকে দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লর ছেলে রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২) মজিবুর রহমান ও শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী সাথী বেগম।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা দাড়িয়ে লোক তুলছিল। এসময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছে ব্রেকফেল করে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান। আহত হন আরও ৪ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসাপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ