ব্রিটিশ বিরোধী সংগ্রামী টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহ স্মরণে মণি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেলার উদ্বোধন উপলক্ষ্যে বেলা ১২টায় দুর্গাপুর পৌর শহরের বাগিচা পাড়ায় টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কমরেড মণি সিংহের পুত্র দিবালোক সিংহের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন ও টংক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস এমপি।
বাগিচা পাড়া এলাকায় টংক শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আসবাবপত্র, খাবার হোটেলসহ ৫ শতাধিক বিভিন্ন স্টল বসেছে।
শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান এই নেতার আজ ৩১ ডিসেম্বর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে প্রতি বছরের ন্যায় ৭দিনব্যাপী মেলার আযোজন করা হয়। মেলা চলবে আগামী ৬ জানুযারি পর্যন্ত।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব