বগুড়ার শেরপুর উপজেলায় তৌহিদুল ইসলাম (২৫) নামের এক প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামনগর এলাকায় করতোয়া নদীর পাশ থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।
নিহত তৌহিদুল ইসলাম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়ার আব্দুর রশিদের ছেলে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ এর মত কিছু দৃশ্যমান হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব