তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোরের সিংড়া উপজেলাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এখানে যেন কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।
রবিবার দুপুরে সিংড়ায় কৃষি হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদক, চুরি, জুয়াসহ সকল অপরাধ দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য আহ্বান জানান পলক।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ওসি তদন্ত নেয়ামুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
এসময় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা হলরুমে ২০১৭-১৮ অর্থ বছরে সিংড়া নির্বাচনী এলাকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে টিআর কর্মসূচির বিল বিতরণ করেন।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম