পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল পুলিশের বাধায় বের হতে পারেনি। পরে অফিস চত্বরেই পালন করতে হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম। বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধায় তা পণ্ড হয়ে যায়। এসময় তারা কার্যালয়ের সামনে
এক আলোচনা সভা আয়োজন করে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী শেখ বাদশা, নজরুল ইসলাম খান, বরিশাল বিভাগীয় মহিলা সম্পাদক এলিজা জামান, শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয় ও তার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া-মাহফিল করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক