নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালকের ৩১ ডিসেম্বর স্মাক্ষরিত এক পত্রে তাকে সরকারি ৫০ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বরখাস্ত আদেশ দেয়া হয়।
নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, জসিম উদ্দিন আহমেদ খান কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিনকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিন, নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার ছাবিনা ইয়াছমিনের স্বাক্ষর জালপূর্বক সরকারি ৫০ লক্ষ টাকা আত্মসাতের উদ্দেশ্যে গত ১৭ নভেম্বর একই ব্যাংকে তার নিজ নামিয় চলমান সঞ্চয়ী হিসাব নং-২৬০৭-০৩১১০৮৪৭০-০ তে স্থানান্তর করেন।
পরে বিভিন্ন মেয়াদে মহসিন উক্ত সঞ্চয়ী হিসাব থেকে ২১ লক্ষ টাকা উত্তোলন পূর্বক আত্মসাত করেন। প্রক্রিয়াগতভাবে অর্থ আত্মসাতের অভিযোগ বিভাগীয় প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তার অসৎ উদ্দেশ্যে এ ধরনের অপকর্মের কারণে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) বিধি অনুসারে কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিনকে সরকারি চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসিন মুঠোফোনে জানান, আমি শুনেছি, তবে বরখাস্তের আদেশের অফিস কপি এখনও হাতে পাইনি।
বিডি প্রতিদিন/হিমেল