কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেছেন, এই দেশ ও সমাজ আমাদের। এটাকে সুন্দর রাখতে হবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সিভিল ও পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, চাকরিজীবী সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়তে চাই।
তিনি বৃহস্পতিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি কোম্পানীর শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে, সুন্দর সমাজ গড়ে ওঠবে।
ওয়ারিশা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী এস.ডি. শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন