জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে কবিরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন। কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কবিরহাট শাখা এর আয়োজন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক এসএম ফারুক হোসেন, মো. সেলিমসহ উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এতিমখানার শিশুরা। আলোচনা সভায় বক্তারা সমাজের অবহেলিত বিভিন্ন সেবা প্রদান করার জন্য সকল সচেতন ব্যাক্তিদের প্রতি আহবান জানান।
বিডি-প্রতিদিন/শফিক