‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী কবিরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শামস এ আরেফিনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সবুজ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএমএম সেলিম উদ্দিন, সাংবাদিক মো. সেলিমসহ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৭টা ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৫০জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক