বাগেরহাটে শহরের পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে একসঙ্গে এগিয়ে এসেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দুই রাজনৈতিক ফেলো বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী মনজুর হাসান উল্কা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা মাহী।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দুই ছাত্রনেতা তাদের বক্তব্য তুলে ধরেন।
ছাত্রলীগ ও ছাত্রদলের এই দুই নেতা জানান, শহরের মদনের মাঠের সামনে ও লঞ্চ ঘাট মসজিদ সংলগ্ন স্থান থেকে ময়লার ভাগাড় পরিষ্কার করতে ৩শ' অধিবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র ১৩ নভেম্বর মেয়রের কাছে জমা দেয়া হলেও এখনো সমস্যরা কোন সমাধান হয়নি। এ সময়ে জবাবদিহিতার প্রশ্নে বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বাকী তালুকদার জানান, নতুন করে জায়গা নেয়া হয়েছে, দ্রুতই শহরের ময়লা নিয়ে যে নাগরিক সমস্যা রয়েছে তার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেন, সনাক সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, আওয়ামী লীগ নেতা এ্যডভোকেট শরীফা খানম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন