ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বোকাইনগর গ্রামে ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪৩তম এই চক্ষু শিবিরের মধ্য দিয়ে হাসপাতালটি ১ লাখ ১৭ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। চক্ষু শিবিরের উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ (গৌরিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ১৯৭৬ সাল থেকে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এবার এক হাজার রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। এই হাসপাতালে এ পর্যন্ত মোট ১ লাখ ৬৩ হাজার ৬৫৬ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. মুক্তাদির চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এ. কে. এম. এ. মুক্তাদির, গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা