যশোরের বেনাপোল সীমান্তে ৯২ পিস ভারতীয় ফেন্সিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলের চালানটি আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের ২২ নং কাঁচা মালের শেডে তুলা বোঝায় একটি কাভার্ড ভ্যানে সাজানো হচ্ছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ভারতীয় ৯২ বোতল ফেন্সিডিল ও একটি ক্যাভার্ড ভ্যানসহ আলমগীর ও নেওয়াজ নামের দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বিষয়টি স্বীকার করে জানান, আটকদের বিরুদ্ধ মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার