বৈরী আবহাওয়া উপেক্ষা করে ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
শুক্রবার সকাল ১১ টায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, নিরূপম মজুমদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সংলগ্ন কেডিসি বস্তির ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন