তীব্র শীত আর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জনজীবন। শুক্রবার ভোররাতে বৃষ্টি শুরু হয়। কখনও গুড়ি গুড়ি আবার কখনও ভারি বৃষ্টি হয়। আজ ভোররাত থেকে বিকেল ৩টা পর্যন্ত ২০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মধ্য ডিসেম্বরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে অসময়ে অঝোর বৃষ্টি আর শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারনে রাস্তাঘাটের খানাখন্দে পানি জমে গেছে। রাস্তাঘাট অনেকাংশে ফাঁকা। মানুষজনও তেমন একটা বাইরে বের হচ্ছেন না অতি প্রয়োজন ছাড়া।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যযেক্ষক মাহফুজুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টি কমলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার